তারিক অাবেদীন দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ছিনাতাই, চুরির অভিযুক্ত অাসামী বীরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ইদ্রিস আলি (৩২) এবং উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়নের নওগাঁ গ্রামে প্রতারণার অভিযোগে মোঃ সিরাজুল ইসলাম (৪৮) নামে এক প্রতারককে আটক করে পুলিশে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে শালবাগান এলাকায় ছিনাতাইয়ের প্রস্তুতিকালে পৌর কাউন্সিলর ইদ্রিস আলী এবং বেলা ১১টার দিকে নিজ বাসা থেকে প্রতারক সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইদ্রিস আলী বীরগঞ্জ পৌর শহরের জগদল হাটপুকুরের বাসিন্দা মৃত মোঃ শামসুল আলমের পুত্র এবং সিরাজুল উপজেলার ভোগনগর ইউনিয়নের ইউনিয়নের নওগাঁও গ্রামের মোঃ শামসুল হকের পুত্র। বীরগঞ্জ থানার এসআই মোঃ সফিউর রহমান জানায়, আটক ইদ্রিস আলী হত্যা, ছিনতাই, চুরি মামলার পলাতক আসামী। মটর সাইকেল ছিনতাইসহ বেশ কিছু অপরাধের সাথে জড়িত। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। অপরদিকে বীরগঞ্জ থানার এএসআই মোঃ আব্দুল লতিফ জানায়, আটক সিরাজুল ইসলাম নিজেকে ঢাকা শিক্ষা অফিসের কর্মকর্তা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চাকুরী দেওয়ার নাম করে বিভিন্ন এলাকার লোকজনের কাছে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপর সে আত্মগোপন করে। আজ সে বাড়ী আত্মগোপন করে রয়েছে এমন সংবাদের ভিত্তিত্বে তার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। বীরগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক কাউন্সিলর ইদ্রিস আলী অপরাধ চক্রের হোতা। তার বিরুদ্ধে ছিনতাই ও চুরিসহ একাধিক মামলা রয়েছে এবং সিরাজুলের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ রয়েছে।
দিনাজপুরে পুলিশের পৃথক অভিযানে প্রতারক ও ছিনতাইকারী গ্রেফতার
Spread the love
Spread the love