Spread the love
তারিক আবেদীন,দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জামিরুল হক (৩০) নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন তার আপন মা জাহানারা বেগম। জামিরুল হক নবাবগঞ্জ উপজেলা পুটিমারা ইউনিয়নের জাটিহার গ্রামের বাসিন্দা সাইদুল ইসলামের ছেলে। রবিবার দিবাগত রাতে নবাবগঞ্জ থানায় লিখিত এক অভিযোগের মাধ্যমে জামিরুলকে সোপর্দ করা হয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক সেবন করে পরিবার ও আশপাশের লোকজনদের বিভিন্নভাবে অত্যাচার, জ্বালাতন করায় জাহানারা বেগম লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করে ছেলে জামিরুলকে থানা পুলিশে সোপর্দ করেন। সর্বশেষ তথ্য অনুযায়ী সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টার দিকে জামিরুল হককে দিনাজপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
Spread the love