তারিক আবেদীন (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঝাড়বাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে দিমেক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে, ১৯ জনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবং অপর আহত ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম অফিস থেবে জানা যায়, আজ সোমবার বেলা ১২টার দিকে দিনাজপুর থেকে হাকিমপুরগামী সেতু পরিবহন যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে যাওয়ার পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ঝাড়বাড়ী নামকস্থানে বাসটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। বাসের যাত্রীরা কম বেশি সকলে আহত হয়। গুরুতর আহত বাসযাত্রী আনোয়ার (২৬), মমতাজ (৪২), মোতালেব (২৫), ইমরান (২২), রাকিব (১৯) লোকমান (৫০) ও আব্দুল মজিদ (৩৮)কে দুপুর ২টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ১৯ জনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ১৪ জন বাস যাত্রীকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও স্টাফেরা পালিয়ে গেছে। এব্যাপারে ফুলবাড়ী থানায় মোটরযান আইনে মামলা দায়ের করা হয়েছে। বাসটি ফুলবাড়ী থানা পুলিশের হেফাজতে রয়েছে।
দিনাজপুরে সড়ক দূর্ঘটণায় ৪০ জন আহত
Spread the love
Spread the love