স্টাফ রিপোর্টার : ভোটবিহীন নির্বাচনে গঠিত সরকার নিজেদের ক্ষমতাকে সংহত করতে গিয়ে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান তছনছ করে ফেলছে। তাদের দুঃশাসনের কবলে জাতি আজ নিষ্পিষ্ট। জনগণের ভোটের অধিকার পুনরায় প্রতিষ্ঠার দাবি থেকে বিএনপি এক চুলও সরে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। সরকারের আচরণ ও কর্মকান্ড অগণতান্ত্রিক এমন মন্তব্য করে খালেদা জিয়া বলেন, জনগণের ভোটের অধিকার পুনরায় প্রতিষ্ঠার দাবি থেকে এক চুলও সরে আসছে না বিএনপি, তখন সরকার সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অসত্য, কাল্পনিক মামলা দিয়ে তাদের গ্রেফতার করছে, নির্যাতনও চালাচ্ছে। খালেদা জিয়া বলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ৮৬ বছর বয়সের প্রবীণ নেতা এম কে আনোয়ারের জামিন বাতিল করে কারগারে পাঠানোর ঘটনা আমাদের মর্মাহত করেছে। দেশের একজন সম্মানিত প্রবীণ নেতার প্রতি সরকারে এ আচরণ চরম অমানবিক, অসহিষ্ণুতার প্রমাণ ও ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছুই নয়। সাংবাদিক নেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করায় এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপি প্রধান। খালেদা জিয়া বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কখনোই প্রতিশোধের পথ বেছে নেবে না বরং জাতীয় ঐক্যের চেতনাকেই প্রাধান্য দেবে।
Spread the love
Spread the love