বিনোদন প্রতিবেদক : একদিকে সুপার হিরোইন খ্যাত শম্পা, অন্যদিকে চিত্রনায়িকা নিঝুম রুবিনা। দুজনের ভালোবাসার জালে একসঙ্গে ধরা পড়তে চলেছেন চিত্রনায়ক ফেরদৗস। তবে তা বাস্তবে নয়, ‘মেঘকন্যা’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রের গল্পে। আগামী ৮ নভেম্বর থেকে ছবিটির চিত্রধারণের কাজ শুরু হবে বলে নিশ্চিত করেছেন ফেরদৌস। মিনহাজ অভির পরিচালনায় ‘মেঘকন্যা’ ছবিতে ফেরদৌসের বিপরীতে দেখা যাবে শম্পা ও নিঝুম রুবিনাকে। ক্যারিয়ার বিবেচনায় দুই নায়িকাই ফেরদৌসের তুলনায় একেবারে নতুন। তাহলে কেন এমন ছবিতে কাজ? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সব সময়ই নতুনদের সঙ্গে কাজ করে আনন্দ পাই। তাছাড়া ওদের মধ্যে ভাল করার জন্য আলাদা ইচ্ছা শক্তি কাজ করে।’এদিকে ফেরদৌসের মতো নায়কের বিপরীতে কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত শম্পা। তার মতে, মেঘকন্যা যেহেতু তার ৭ নম্বর ছবি, তাই একে ‘লাকি সেভেন’ হিসেবেই ধরতে চান। অন্যদিকে ফেরদৌসের সঙ্গে নিঝুম রুবিনার এটা দ্বিতীয় কাজ। ছবিতে প্রথমে ২০ বছরের একটি মেয়ের চরিত্রে এবং পরে আবার ১৫ বছর পরের একটি মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি।
দুই নায়িকার বিপরীতে ফেরদৌস
Spread the love
Spread the love