Spread the love
বিডিজাহান ডেস্ক : ধার মেটাতে না পেরে কার্যত স্ত্রীকেই পরপুরুষের সঙ্গে শয্যায় যেতে বাধ্য করল স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের একটি গ্রামে। ডেপুটি পুলিশ সুপার ভারত জানিয়েছেন, ওই মহিলার স্বামী রাজা হাকিম নামের এক ব্যক্তির কাছে প্রায়ই টাকা ধার করত। কিন্তু সেই টাকা ফেরত দেওয়ার সঙ্গতি তার ছিল না। তাই ঋণের অঙ্ক ক্রমশই চড়ছিল। এই অবস্থায় হাকিমের সঙ্গে রাজা সমঝোতা করে বলে অভিযোগ। রাজা তার স্ত্রীর সঙ্গে সহবাসের অনুমতি দেয় হাকিমকে। এই সুযোগে হাকিম রাজার স্ত্রীর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করে। পরে ওই মহিলা পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ রাজা ও হাকিম দুজনকেই গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছে।
Spread the love