বাগেরহাট প্রতিনিধি : নিহত পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোল্লার পরিবারকে সান্তনা দিতে গিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যন ড. মিজানুর রহমান বলেছেন, কোন না কোন মহল থেকে আমাদের দেশে বর্তমানে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার পালপাড়া গ্রামে নিহত পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোল্লার পরিবারকে সান্তনা দিতে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘যখন দেশে মানবতাবিরধী অপরাধে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকর হচ্ছে সেরকম একটি সময়কে বেছে নেয়া হয়েছে- দেশে অস্থিতিশীল পরিস্তিতি সৃষ্টি এবং সাধারণ মানুষের প্রতি ভীতি সৃষ্টি করার জন্য। এ দুটিকে বিচ্ছিন্ন হিসাবে দেখলে হবে না। আমার কাছে মনে হয় এগুলোর মধ্যে অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে। এজন্য সরকারকে আরো বেশি সতর্ক হতে হবে।’ নিহতের আত্মত্যাগের কথা স্মরণ করে মিজানুর রহমান বলেন, ‘পুলিশ বাহিনীর এক সদস্য নিজের প্রাণ দিয়ে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমাদের সাবধান করে গেছেন এবং কোন সন্ত্রাসী কর্মকান্ড ঘটতে দেননি তার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।’ইব্রাহিম মোল্লার পরিবারকে যেন ভবিষ্যতে কোন ধরনের অস্বচ্ছলতার মধ্যে পড়তে না হয় সেদিকে নজর রাখতে সরকার ও রাষ্টের প্রতি দাবি জানান জিমানুর রহমান।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছেঃ মিজানুর রহমান
Spread the love
Spread the love