কারিমুল হাসান লিখন, ধুনট বগুড়া : বগুড়া জেলার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা থেকে ধুনট থানার মোড়, এই ৯ কিলোমিটার রাস্তার ৩৬টি ছোট বড় ভাঙ্গনে রাস্তাটির এখন বেহাল দশা। গড়ে প্রতি ১ কিলোমিটারে ৪টি ভাঙ্গনে গাড়ী চলাচলের জন্য যথেষ্ঠ ঝুকির পাশাপাশি প্রতিনিয়ত সরক দুরঘটনা তো আছেই। সোনাহাটা থেকে ধুনট এই ৯ কিলোমিটার রাস্তার উপর দিয়ে ব্যাটারী চালিত অটো ভ্যান থেকে শুরু করে ভারি জানবাহনও চলাচল করে। ধুনট থেকে বগুড়া শহরে প্রবেশ করার জন্য যথেষ্ট গুরুত্বর্পূন রাস্তা এটি। রাস্তা ভাঙ্গনের কারন ছাড়াও আরও কিছু কারনে সরক দুরঘটনা ঘটছে। তার মধ্যে, রাস্তার দু পাশে গো বিষ্টা শুকানো ও খড় শুকানো অন্যতম। স্থানীয় বিশিষ্ট জনদের সাথে কথা বললে তারা বলেন, প্রসাশনিক বা আইনী ভাবে যদি গো বিষ্টা শুকানো ও খড় শুকানো রোধ করা যেতো তাহলে সরক দুরঘটনা কমে যাওয়ার পাশাপাশি সরকের ভাঙ্গনও অনেকটা কমে যাবে বলে মনে করেন তারা। এলাকার স্থানীয় বিশিষ্ট জনেরা স্থানীয় প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।
ধুনটে নয় কিলোমিটার পাকা রাস্তার ৩৬ স্থানে ভাঙ্গা
Spread the love
Spread the love