মোঃ রুহুল আমীন, আত্রাই নওগাঁ : হিন্দু সম্পদায়ের অন্যতম সার্বজনীন কালী(শ্যামা) পুজাকে কেন্দ্র করে নওগাঁ আত্রাইয়ের অন্যতম ও বৃহত্তম কালি মন্দির বান্দাইখাড়াসহ সকল ৯টি মন্দিরে পুজার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আত্রাই উপজেলার বান্দাইখাড়া কালি মন্দির পরিদর্শন করে দেখা গেছে, মৃৎ শিল্পিরা পূজার জন্য অনেক আগে হতেই প্রতিমা তৈরী ও রং মহাব্যস্ততায় সঙ্গে কাজ করেছেন। সরেজমিনে দেখা গেছে প্রতিমা তৈরী ও রংসহ সকল কাজ সম্পূর্ন হয়েছে। বর্ণাঢ্য সাজে তৈরী হয়েছে তোরণ। সব মিলিয়ে বান্দাইখাড়ার বৃহত্তম কালি মন্দিরসহ উপজেলার ছোট বড় সব মিলিয়ে ৯টি মন্দিরে চলছে উৎসবের আমেজ। বান্দাইখাড়া কালি মন্দিরে পূজার মেলা ও আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন বিনোদনের আয়োজন করা হয়েছে, অর্ধমাস ব্যাপী। দেশের কয়েক জেলা হতে উল্লেখযোগ্য যাদু, যাত্রা, বাউল গান, পুতুল নাচ ও সার্কাস পাটি এসেছে। মেলা উপলক্ষ্যে স্থানীয় মটর শ্রমিক ও অটো রিক্স সমিতির উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও লটারীর আয়োজন করা হয়েছে। যেগুলোর আনন্দ উপভোগ করার জন্য জেলার সকল উপজেলা হতে লোক জন ছুটে আসিতেছে। মেলা উপলক্ষ্যে নওগাঁ জেলা প্রশাসন ও পুলিশ সুপার উল্লেখ্যযোগ্য ভুমিকা পালন করেছে। এছাড়া আত্রাই উপজেলা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ জজানিয়েছেন মেলায় কোন রকম নাশকতা ঘটনা না ঘটার জন্য প্রশাসন কঠোর অবস্থানে আছে। মেলা নিয়মিত পরিদর্শন করেছেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান। আত্রাই উপজেলা চেয়ারম্যান ও পুজা উদযাপন কমিটির সভাপতি মধুসূদন প্রামানিক এর সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় পূজা যেন সুষ্ঠভাবে সম্পূর্ন হয় সেদিকে আগে হতেই লক্ষ্য রেখে কাজ করে আসতেছি এবং বুধবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে আমাদের শ্যামা পূজার সম্পূর্ন হবে।
নওগাঁয় আত্রাইয়ে শ্যামা পূজার সকল প্রস্তুতি সম্পন্ন
Spread the love
Spread the love