নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সদর মডেল থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে গতকাল বুধবার পুলিশ লাইন্স ড্রিল সেডের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর মডেল থানার ওসি মোঃ জাকিরুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিজিটাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সামসুল হক, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ (অবঃ) শরিফুল ইসলাম খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রেজাউল করিম, মাদক বিরোধী সামাজিক আন্দোলনের নেতা আতাউর রহমান প্রমুখ। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস) কাজেম উদ্দিন, নওগাঁ সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইলাল সরকার উপস্থিত ছিলেন।
নওগাঁয় ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং ফোরামের সভা
Spread the love
Spread the love