Spread the love
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইতিশাহ পারভীন (৯) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। মঙ্গলবার সকালে উপজেলার শিবরামপুর ইউনিয়নের ভেলাপুখুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ইতিশাহ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ভেলাপুখুর গ্রামের আব্দুল কাদের মিয়ার মেয়ে। সে স্থানীয় ভেলাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। প্রতিবেশী মো. মানিক জানান, সকাল সাড়ে ১০টায় একই গ্রামের নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসলের জন্য নামে ইতিশাহ। গোসলের এক পর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় সে। তার সহপাঠীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে খোঁজাখুঁজির ঘণ্টাখানেক পর ইতিশাহর লাশ পাওয়া যায়। শিবরামপুর ইউপি চেয়ারম্যান জনক চন্দ্র অধিকারী পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Spread the love