নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার নন্দীগ্রামে প্রেমের টানে একই পরিবারের অপ্রাপ্ত বয়সের তিন স্কুলছাত্রী উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এনিয়ে এলাকায় দারুন চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে। স্কুলছাত্রীদের কোনো সন্ধান না পেয়ে পরিবার লোকজন হতাশ হয়ে পড়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার আদর্শ পাড়া গ্রামের একই পরিবারের আবু বক্করের মেয়ে জান্নাতি খাতুন(১৪) ৮ম শ্রেনী ও তার ভাগনি ধুনট উপজেলার আওলাকান্দি গ্রামের বছির উদ্দিনের মেয়ে রঞ্জনা খাতুন(১৩) তার মামার বাড়িতে থেকে ৭ম শ্রেনীতে ধুন্দার উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করে। এই সুবাদে পার্শ্ববর্তী পেং হাজারকি বেগুনি পাড়ার আফজাল হোসেনের ছেলে জাকির হোসেনের(১৫) সাথে ৮ম শ্রেনীর ছাত্রী জান্নাতি, ধুন্দার খাশ পাড়ার আবদুল আলীর ছেলে জাহাঙ্গীর আলমের(১৬) ৭ম শ্রেনীর ছাত্রী রঞ্জনা ও একই পরিবারের আবু বক্করের ভাই ঠান্ডু মিয়ার মেয়ে মাদ্রাসা ছাত্রী খাদিজা খাতুনের(১৪) সাথে ওই এলাকার দারোগা পাড়ার আয়েজ উদ্দিনের ছেলে নাজিম হোসেনের(২০) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্কুলছাত্রীদের প্রেম ভালোবাসায় বাঁধা হয়ে দাড়ায় তাদের পরিবার। তাদের প্রেমকে স্বীকৃতি না দেয়ায় তিন জোয়া প্রেমিক প্রেমিকার ভালোবাসা চিরস্থায়ী করতে গত শুক্রবার দিবাগত রাতে সবার অজান্তে অজানার উদ্যেশ্যে পারি দিয়েছে। একই পরিবারের অপ্রাপ্ত বয়সের তিন স্কুলছাত্রী উধাও হওয়ার ঘটনায় এলাকায় চলছে আলোচনা সমালোচনা। স্থানীয় ইউপি সদস্য মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নন্দীগ্রামে একই পরিবারের অপ্রাপ্ত বয়সের তিন স্কুলছাত্রী উধাও
Spread the love
Spread the love