নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর) : ৭ই মার্চ জাতীয় দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবার্ষিকী শিশু দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গত বুধবার বিকেলে উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, আফতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেন, ডাঃ মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা ভাইচ চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় ৩টি দিবস যথাযথ ভাবে মর্যাদার সাথে ও ব্যপক প্রচারণার মাধ্যমে ব্যপক ও বিস্তর কর্মসূচী গ্রহণ করা হয়।
নবাবগঞ্জে জাতীয় দিবস বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ, জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা
Spread the love
Spread the love