Spread the love
নাটোর প্রতিনিধি : নাটোরে ঔধষ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভরা বেতন বৈষম্য সহ পাঁচদফা দাবীতে মানববন্ধন ও র্যালী করেছে। ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভদের বেতন ভাতার বৈষম্য দূর করে তাদের কাজের গুনগনমান বিচার করে বর্তমান সমাজে চলার মতো বেতন ব্যবস্থা চালুর দাবিতে শহরের পুরাতন বাসষ্ট্যন্ড এলাকায় মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় সমন্বনায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোঃ নুর আলম, নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ ও মোহনা পারভীন লিপি। পরে তারা র্যালী করে নাটোর আধুনিক সদর হাসপাতালে সিভিল সার্জনের অফিসে যান।
Spread the love