Spread the love
নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় প্রতিপক্ষের হামলায় শামছুল ইসলাম (৩২) নামে একজন নিহত হয়েছেন। শনিবার উপজেলার ভোগা বসন্তপুর মায়ের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি নিয়ে প্রতিপক্ষ রুহুল ও জহুরুলদের সাথে শামছুল ইসলামের বিরোধ চলছিল। সকালে বসন্তপুর মায়ের বাজার এলাকার শামছুল ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে সিংড়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সিংড়া থানার ওসি নাছির উদ্দিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Spread the love