নাটোর প্রতিনিধি : নাটোরে আব্দুর রহিম (২৮) নামে নব বিবাহিত সৌদি প্রবাসী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঋষি নওগাঁ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম একই গ্রামের মৃত শামছুল হকের ছেলে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বুধবার সৌদি প্রবাসী আব্দুর রহিমের সঙ্গে খোলাবাড়িয়া গ্রামের মজিবর রহমানের মেয়ে মরিয়ম খাতুনের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর ও কনেকে বাসর ঘরে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে বাসর ঘরের পাশের একটি আমগাছের ডালে আব্দুর রহিমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য কনে মরিয়ম এবং তার ভাই-ভাবীকে থানায় নিয়ে আসে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের জানান, এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা বোঝা যাচ্ছে না। নববধূ ষষ্ঠ শ্রেণীতে পড়ে এবং তার বয়স মাত্র ১৩ বছর। এ নিয়ে বর রহিম সমালোচিত হয়েছে।
নাটোরে বিয়ের রাতেই বরের ঝুলন্ত লাশ
Spread the love
Spread the love