Spread the love
সফিক আহমদ নারায়গঞ্জ : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলার ধলেশ্বরী নদী থেকে বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলার ধলেশ্বরী নদীতে একটি লাশ ভাসতে থেকে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের পিপিএম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
Spread the love