মোঃ তোফায়েল ইসলাম,স্টাফ রিপোর্টার : ছিনতাইকৃত থ্রি হুইলার অটো (পাগলু নামে পরিচিত) সহ তিন ছিনতাইকে পুলিশ গ্রেফতার করেছে। আজ শুক্রবার সকাল আটটার দিকে নীলফামারী- সৈয়দপুর সড়কের ঢেলাপীর নামক স্থান থেকে আটোটি সহ তাদের গ্রেফতার করা হয়। ছিনতাইকারীরা হলো ঠাকুরগাঁও জেলার বরুনাগাঁও মহল্লার মৃত রমজান আলীর ছেলে মিলন ওরফে রানা(২৪),একই জেলার গোয়ালপাড়া মহল্লার আলমগীর হোসেনের পুত্র রায়হান(২৫) ও দিনাজপুর জেলার বারোবিঘা গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে আলমগীর হোসেন(২৬)। সুত্রমতে ছিনতাইকারীরা ঠাকুরগাঁও থেকে থ্রি হুইলার অটোটি ছিনতাই করে নীলফামারীর উক্ত ঢেলাপিরে নিয়ে আসে। এখানে এসে অটোটি বিক্রির চেষ্টা করছিল তারা। নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা জানান গোপন সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে থানার এসআই তপন কুমার রায়, এএসআই হেলাল সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার ও ছিনতাইকৃত অটোটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
নীলফামারী অটোসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার
Spread the love
Spread the love