নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে এক ব্যবসায়ী ও তার স্ত্রীকে বাড়ির ভেতর গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে শহরের মধ্যবাজার এলাকায় ওই বাড়ির তৃতীয়তলার শোবার ঘর থেকে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে। নিহতরা হলেন দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজারের সুবর্ণা বস্ত্রালয়ের মালিক অরুণ কুমার সাহা (৭৪) ও তার স্ত্রী হেনা রাণী সাহা (৬৫)। দুর্গাপুর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, এই দম্পতির দুই ছেলের মধ্যে একজন বিদেশে থাকেন। আরেকজনের বাসা ঢাকায়। তিনতলা ওই ভবনের নিচতলা ও দোতলায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে সেসব প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ ছিল। “এই সুযোগ কাজে লাগিয়ে নির্জন দুপুরে হত্যাকারীরা ওই বাড়িতে ঢুকে কাজ সেরে পালিয়েছে বলে ধারণা করছি। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। তবে কারা কেন এই বৃদ্ধ দম্পতিকে খুন করেছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ। এই হত্যাকাণ্ডের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস বিকেলে ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয়রা এই হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করলে তিনি তাদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের ধরতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
নেত্রকোণায় বাড়ির ভেতর ঢুকে ব্যবসায়ী দম্পতিকে গলা কেটে হত্যা
Spread the love
Spread the love