শাহজাহান সাজু, লোহাগড়া নড়াইল : নড়াইলের লোহাগড়ায় মাটি খোঁড়ার সময় এসএলআর ও থ্রি নট থ্রি রাইফেলের এক হাজার ৯২৫ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন পাওয়া গেছে। শনিবার সকালে লোহাগড়া পৌরসভার সরকারপাড়া থেকে এগুলো উদ্ধার করা হয় বলে জানান লোহাগড়া থানার ওসি কামরুজ্জামান। তিনি বলেন, সরকারপাড়ার বাসিন্দা লুৎফর রহমান কয়েকবছর আগে আলা মুন্সী নামে একজনের কাছ থেকে জমি কেনেন। বাড়ি তৈরির জন্য শ্রমিক দিয়ে সেখানে মাটি খোঁড়ার সময় গুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ সেখান থেকে এক হাজার ৮৭৫ রাউন্ড এসএলআরের গুলি, ৫০ রাউন্ড থ্রিনট থ্রি রাইফেলের গুলি এবং দুটি ম্যাগজিন উদ্ধার করে। ওসি আরো বলেন, গুলিতে মরিচা পড়ে তা ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে।