মঞ্জুরুল ইসলাম, পঞ্চগড় : পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
আজলসোমবার সকালে বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান৷ তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা পদক ও পুরস্কার তুলে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রাণী দেবীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা শঙ্কর কুমার ঘোষ, শিশু বিষয়ক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ সহ অনন্য অতিথিবৃন্দ৷ কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে মাইশা মমতাজ ও স্বীকৃতি রায় প্রমুখ বক্তৃতা করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত জেএসসির ১১৪ এবং এসএসসির ১০৮ জন শিক্ষার্থীকে সম্মাননা পদক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।
পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
Spread the love
Spread the love