Spread the love
মঞ্জুরুল ইসলাম ,পঞ্চগড় : পঞ্চগড়ে জাতীয় স্যানিটেশন মাস /২০১৫ উদযাপন করা হয়েছে। “সকলের জন্য স্যানিটেশন নিশ্চিত হোক উন্নত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপিত হয়েছে৷ এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকেরে কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আজম,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম পৌর মেয়র তৌহিদুল ইসলাম,সিভিল সার্জন ডা.আহাদ আলী,মো.মোকারম হোসেন প্রমুখ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এনজিও কর্মীরা র্যালীতে অংশ নেন। র্যালী শেষে পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয় ৷
Spread the love