ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা, প্রতিনিধি : ফুলছড়ির প্রত্যন্ত চরাঞ্চল এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি গ্রামটি করালগ্রাসী ব্রহ্মপুত্রের ভাংগনে ক্রমান্বয়ে বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে জিগাবাড়ি উচ্চ বিদ্যালয়, জিগাবাড়ি বাজার, এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদ ভবন, ধলী পাটাধোয়া ও জিগাবাড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, আলগার চর বাজার ও আলগার চর নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ সরকারী, বেসরকারী স্থাপনা সমূহ হুমকির সম্মুখীন। গতকাল পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার ও শাখা কর্মকর্তা ৩ এর রেজাউর রহমান ভাংগনরত এলাকা পরিদর্শন করেন। এসময় সাবেক ইউ পি সদস্য আঃ মতিন তালুকদার বাদল, বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র ( জি ইউ কে) এর এলাকা ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমান, শাখা ব্যবস্থাপক বিজয় কুমার, নব নির্বাচিত ইউ পি সদস্য আজিজুল হক, নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, সমাজ সেবক আঃ হালিম তালুকদার, রুহুল কুদ্দুস সহ ভাংগনরত এলাকার জনসাধারন উপস্থিত ছিলেন।
পাউবো নির্বাহী প্রকৌশলী ফুলছড়ির ব্রহ্মপুত্রের ভাংগন এলাকা পরিদর্শন
Spread the love
Spread the love