মোবারক বিশ্বাস পাবনা : মাদকমুক্ত সমাজ গড়তে খেলা ধুলার বিকল্প নাই। এই শ্লে¬াগানকে সামনে রেখে পাবনা দাশুরিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো জয়া-জুথি ফুটবল টুর্নামেন্ট-২০১৫। মাসব্যাপী এ টুর্নামেন্টে জেলা ও জেলার বাইরের ২০টি দল অংশ গ্রহণ করে।
গতকাল বিকালে দাশুরিয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলা। খেলায় অংশ গ্রহণ করে নাটোর জেলা একাদশ ও দাশুরিয়া সানমুন স্পোটিং ক্লাব। নাটোর জেলা একাদশ ০-২ গোলে দাশুরিয়া সানমুন স্পোটিং ক্লাবকে পরাজিত করে চাম্পিয়ন হন। ম্যান অব দা ম্যাচ হিসেবে নির্বাচিত হন মনিরুল ইসলাম মনা। রেফারির দায়ত্বপালন করেন জেলা ক্রিড়া সংস্থার রেফারী বদিউজ্জামান বেনু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, দাশুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম কেনেডি। আরো উপস্থিত ছিলেন দাশুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বকুল সরদার, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল¬াহ খান। খেলার ধারাভাষ্য করেন প্রভাষক আফজাল হোসেন।
পাবনার দাশুরিয়ায় মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Spread the love
Spread the love