মোবারক বিশ্বাস পাবনা : পাবনা পাকশি পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল ইসলাম হত্যা মামলার ৪ আসামী প্রত্যেককে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ দুপরে পাবনা আমলী আদালত ২এর বিচারক রেজাউল করিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইসলাম আসামীদের হাজির করে ১০দিনের রিমান্ড চাইলে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৪ অক্টোবর সন্ধায় এএসআই সুজাউল ইসলামকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা। এরপর সারারাত নিখোঁজ থাকার পর ৫ অক্টোবর সকালে পাকশি ষ্টেশনের পাশে একটি হলুদ ক্ষেতের মধ্যে সুজাউলের হাত, পা গলায় রশি পেঁচানো লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্য এসআই মোঃ রেজাউল করিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের গত বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত আজ রবিবার রিমান্ড শুনানীর দিন ধার্য্য করেন এবং ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রিমান্ডের বিরোধীতা করে আসামীদের পক্ষে জেরা করেন এডভোকেট তৌফিক ইমাম। গ্রেফতারকৃতরা হলেন, খোকন(৩৩), জনি প্রাং(২৫), মাসুদ রানা(২৩) ও রাজিব হোসেন সেতু(২৫)।
পাবনায় এএসআই হত্যাকান্ডে গ্রেফতারকৃত আসামীদের ৫দিনের রিমান্ড মঞ্জুর
Spread the love
Spread the love