পাবনা প্রতিনিধি : পাবনার আতাইকুয়া গনপিটুনিতে ২ গরু চোর নিহত হয়েছে ও এক চোরকে আটক করে থানায় সোপর্দ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করছে। নিহত শহিদুল ইসলাম (৪০) সিংড়া নাটোর ও অজ্ঞাত (৪২), আহত ইয়ারুল ইসলাম (৩৬) পিতা মৃত ওসমান গণি সাং- কাজিরিয়া থানা সিংড়া জেলা নাটোর।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে থানার সড়াডাঙ্গী গ্রামের ওমেদ আলী বিশ্বাসের ছেলে আবুল কালাম আজাদের বাড়ীর গোয়াল থেকে গরু ছেড়ে দেয় চোরেরা। গরুর ডাকে কালাম টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে গরু হারানো প্রচার করলে সড়াডাঙ্গী গ্রামসহ আশপাশের কয়েক গ্রামের লোক খোজা খুজি শুরু করে। এক পর্যায়ে পাবনা-ঢাকা মহাসড়কের সড়াডাঙ্গী আকিজ জুট মিলের পাশে গরুসহ ৩ চোরকে আটক করে স্থানীয়রা। উশৃঙ্খল জনতার গনপিটুনীতে ঘটনাস্থলেই ২ জনের মৃর্ত্যু হয়। আহত ইয়ারুল ইসলামকে পুলিশ উদ্ধার করে পাবনা হাসপাতালে প্রেরন করেছে। আতাইকুলা থানার ওসি তদন্ত গোলাম রসুল ঘটনার সত্যতা স্বীকার করেন। ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছেন। থানায় মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য দীর্ঘদিন ধরে ওই এলাকায় খামারী ও কৃষকের প্রায় ৩০/৪০টি গরু চুরি হওয়ায় এলাকাবাসী রাত জেগে পালাক্রমে গ্রাম পাহাড়া দিচ্ছে।
পাবনায় গনপিটুনিতে ২ গরু চোর নিহত, আটক ১
Spread the love
Spread the love