এস এম আলম,পাবনা : পাবনা জেলা প্রশাসকের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালী , কুচকাওয়াজ, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ , সাঁতার প্রভৃতি কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় পুলিশ সুপার আলমগীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্সী মনিরুজ্জামান, পৌরমেয়র কামরুল হাসান মিন্টু,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, র্যাব ১২ এব ক্যাম্প কমান্ডার মনিরুজ্জামান,চেম্বার অফ কমার্সের সহ সভাপতি মাহবুবুল আলম মুকুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, ডেপুটি কমান্ডারবীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন,রানা প্রপাইটরস এন্ড ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা সহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান,নির্বাহী কর্মকর্তাগণ,বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ছানাউল্লাহ, নির্বাহী প্রকৌশলী আ,ট,ম, মারুফ আল ফারুকি সহ সাংবাদিক,স্কুল-কলেজের শিক্ষক, আইনজীবী,সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রায় ২শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সমূহ বাস্তবায়নের জন্যে ১০টি উপ-পরিষদ গঠন করা হয়।
পাবনায় বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা
Spread the love
Spread the love