পাবনা প্রতিনিধি : পাবনা জেলা প্রশাসন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা খাদ্য অধিদপ্তরের যৌথ আয়োজনে গত ১৬ অক্টোবর জেলা প্রশাসক পাবনার সম্মেলন কক্ষে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে বিশ্ব খাদ্য দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব খাদ্য দিবসের এবারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “গ্রামীণ দারিদ্য বিমোচন ও সামাজিক সুরক্ষায় কৃষি”। ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ গড়তে এবং টেকসই নিরাপদ খাদ্য উৎপাদনের অঙ্গীকার নিয়ে পাবনায় এবার ঘটা করে পালন করা হলো বিশ্ব খাদ্য দিবস। পাবনাস্থ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ বিভূতি ভূষন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মুন্সী মোঃ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিঃ উপপরিচালক কৃষিবিদ মোঃ খুরশীদ আলম এবং সদর উপজেলা নির্বাহী অফিসার রায়হানা ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন সততা, ন্যায়পরায়নতা বজায় রেখে নিজের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও সঠিক ভাবে পালান করে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান। সভাপতির বক্তব্যে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ বিভূতি ভূষণ সরকার তার বক্তব্যে কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত কলাকৌশল প্রয়োগ করে নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধিসহ এর সংরক্ষন, বাজারজাতকরন ও লাভজনক দিক গুলোর প্রতি গুরুত্বারোপ করেন। অন্যদের মধ্যে বিশ্ব খাদ্য দিবসের তাৎপর্য, গুরুত্ব ও প্রতিপাদ্য বিষয়ের আলোকে বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কে,জে,এম আব্দুল আউয়াল, আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা এ,টি,এম,ফজলুল করিম এবং সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু সাইদ শিখন প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ মোঃ লোকমান হোসেন। এর আগে পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ বিভূতি ভূষন সরকারের নেতৃত্বে ব্যানার ফেস্টুনসহ একটি বর্নাঢ্য র্যালী শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
পাবনায় বিশ্ব খাদ্য দিবস উদযাপন
Spread the love
Spread the love