রফিকুল ইসলাম সুইট : পাবনা সাথিঁয়ায় দুই ভেজাল দুধ ব্যবসায়ীকে তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকালে উপজেলার রঘুরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে আকবর আলী প্রামানিকের ছেলে মো. বাচ্চু প্রামানিক(৫২) এবং মো. বাচ্চু প্রামানিক এর ছেলে সুজন হোসেন (২৫ কে জরিমানা করা হয়।
র্যাব ১২ পাবনা ক্যাম্প সুত্রে জানা গেছে- শুক্রবার সকাল ১১৩৫ ঘটিকায় র্যাব-১২, পাবনা ডিএডি মোঃ এনামুল হক এর নেতৃত্বে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম এর উপস্থিতিতে পাবনা জেলার সাঁথিয়া থানাধীন রঘুরামপুর সাকিনে ভেজাল দুধ ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভেজাল দুই দুধ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪৩ ধারা মোতাবেক তিন লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযুক্তদের নিকট হতে তৎক্ষনাৎ তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উল্লেখ্য, অভিযুক্তদ্বয় (পিতা-পুত্র) দীর্ঘদিন যাবত ভেজাল দুধ বিক্রয় করে আসছে।
পাবনায় ২ ভেজাল দুধ ব্যবসায়ীকে জরিমানা
Spread the love
Spread the love