দিনাজপুর থেকে শামীম রেজা : ১১ সেপ্টেম্বর গোপন সংবাদ এর ভিত্তিতে মেজর মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মাহমুদ রাজু এর নেতৃত্বে আসামী মোঃ জাকির হোসেন (২৭)একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী এবং দীর্ঘদিন যাবৎ তিনি শহরের বিভিন্ন স্থানে ভয়ভীতি, চাঁদাবাজীসহ সন্ত্রাসী কর্মকান্ডের পরিচালনা করে আসছিল ।দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া হইতে ০১টি রিভলবার, ০৪ রাউন্ড গুলি এবং ০২ টি গুলির খালী খোসাসহ আসামী জাকির হোসেন (২৭) গ্রেফতার করে । আটক জাকির হোসেন দিনাজপুরে শহরের বালুয়াডাঙ্গা হঠাৎ পাড়ার মোঃ কালু মিয়ার পুত্র। দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকায় দীর্ঘদিন থেকে কিছু সন্ত্রাসী অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের মাধ্যমে ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল । গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হইয়া আজ ১১ সেপ্টেম্বর শুক্রবার আনুমানিক ০৯.৪৫টার সময় র্যাব-১৩,এর অধীনস্থ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকায় র্যাবের টহল দলের উপস্থিতিতে আসামী পালিয়া যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যগণ তাহাকে আটক করে। এসময় আসামী মোঃ জাকির হোসেনএর বসতবাড়ীতে তল্লাসী চালিয়ে বাড়ীর উঠানে কাঁঠাল গাছের নিচে মাটিতে পুতে রাখা অবস্থায় ০১ টি রিভালভার, ০৪ রাউন্ড গুলি এবং ০২টি গুলির খালী খোসা উদ্ধার করা হয় । আসামী মোঃ জাকির হোসেন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী এবং দীর্ঘদিন যাবৎ তিনি শহরের বিভিন্ন স্থানে ভয়ভীতি, চাঁদাবাজীসহ সন্ত্রাসী কর্মকান্ডের পরিচালনা করে আসছিল ।
পিস্তল দিনাজপুর পিস্তল ও গুলিসহ যুবক আটক
Spread the love
Spread the love