Spread the love
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দিপনা যথাযথ ধর্মীয় ভাবগাম্বির্যের মধ্যেদিয়ে গতকাল পীরগাছার কালী মন্দিরে ১২৯তম অধিবেশনে কালীমাতা পুজো উদযাপিত হয়েছে। সকাল থেকে পুজারীর মন্ত্রপাঠ, দিন ব্যাপী শ্যামা সংগীত পরিবেশন, মহাভোগ বিতরন, আতসবাজী পুরানোসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ বগুড়া সদর উপজেলা সভাপতি কালাচাঁদ সাহা,সাধারন সম্পাদক আশিষ কুমার রায়,যুগ্ম সাধারন সম্পাদক আশিষ কুমার সরকার, কোষাধক্ষ পরিমল চক্রবতী,দপ্তর সম্পাদক পবিত্র মদক, কালীমাতা মন্দির কমিটির সভাপতি নিখেলেশ মুজমদার,সাধারন সম্পাদক উজ্জল চন্দ্র সরকার, মন্দির কমির সদস্য ডাঃ অমল চন্দ্র বল, সুকুমার চন্দ্র,পবিত্র সাহা,ডাঃ মানিক,ডাঃ প্রদিব,অসিম চন্দ্র সরকার, দেব রঞ্জন সরকার হীরা, মনিমোহন সাহা, দিপু চাকীসহ সনাতন ধর্মাবলী নারী পুরুষ উপস্থিত ছিলেন।
Spread the love