দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রফতানির ক্ষেত্রে মেট্রিকটনপ্রতি ২৭৫ মার্কিন ডলার (২১ হাজার ৩৮৮ বাংলাদেশি টাকা) দাম বাড়িয়েছে ভারত সরকা নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এক মেট্রিকটন পেঁয়াজের রফতানিমূল্য ৭০৫ মার্কিন ডলার (৫৪ হাজার ৮৬১ টাকা), যা আগে ছিল ৪৩০ মার্কিন ডলার (৩৩ হাজার ৪৪৪ টাকা) মঙ্গলবার সকাল থেকে নতুন রফতানিমূল্য কার্যকর হবে। এ বিষয়ে নির্দেশনা দিয়ে সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় হিলি কাস্টমসে একটি চিঠি দেওয়া হয়েছে। ভারতের বাজারে পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রুখতে এবং পণ্যটির রফতানিকে নিরুৎসাহিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ চিঠি দেওয়ায় মঙ্গলবার সকাল থেকে ভারত সরকারের বেধে দেওয়া নতুন রফতানিমূল্যে পেঁয়াজ আমদানি করতে হবে। তবে, দেশের বাজারে পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে পুরনো এলসিগুলো বাস্তবায়ন (এমেন্ডমেন্ট) করে নতুন মূল্যে পেঁয়াজ আমদানি করা হবে। এর ফলে দেশের বাজারে পেঁয়াজের দামে খুব একটা প্রভাব পড়বে না।
পেঁয়াজের রফতানিমূল্য বাড়ালো ভারত
Spread the love
Spread the love