সিরাজগঞ্জ প্রতিনিধি : ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি জমির সুপরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে সরকার ভূমি জোনিং কাজ শুরু করেছে। তিনি বলেন, পরবর্তী প্রজন্ম খুব শিগগির এর সুফল ভোগ করবে।
গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে “ভূমি জোনিং” বিষয়ে জেলা পর্যায়ের কর্মশালায় ভূমি মন্ত্র¿ী এ কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, জমির সুষ্ঠু ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ইতোমধ্যে সরকার সারাদেশের ভূমি জোনিং কাজ শুরু করেছে। প্রাকৃতিকভাবে সৃষ্ঠ পাহাড়, বনাঞ্চল সংরক্ষণসহ ল্যান্ড জোনিং এর মাধ্যমে কোথায় বনভূমি, কোথায় জলাভূমি, কোথায় শিল্প কলকারখানা, কোথায় বাড়িঘর, অফিস আদালত, কোথায় ইটের ভাটা এর সবকিছু জোনিং ম্যাপের মাধ্যমে নির্ধারণ করা থাকবে। ভূমি জোনিং বাস্তবায়নের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, পরিচ্ছন্ন উন্নত বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি। মন্ত্রী বলেন, এরই মধ্যে ২১টি জেলার ১৫২টি উপজেলার জোনিং কার্যক্রম সমাপ্ত হয়েছে। ৪৩টি জেলার ৩২৬টি উপজেলার জোনিং কাজের জন্য ২৭ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ রয়েছে। ১৫০টি উপজেলার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি উপজেলাগুলোর জোনিং কাজ আগামি জুন ২০১৭ এর মধ্যে সম্পন্ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে আধুনিক পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনাকে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল লতিফ বিশ্বাস, জাতীয় ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) কফিল উদ্দিন, সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, সিনিয়র ল্যান্ড ইউজ প্ল্যানার সাখাওয়াত হোসেন, প্রকল্পের মৎস্য বিশেষজ্ঞ আবদুস সাত্তার, জেএসএন্ডআরএস বিশেষজ্ঞ মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিইঞ্চি জমির সুপরিকল্পিত ব্যবহার নিশ্চিত করুন: ভূমি মন্ত্রী
Spread the love
Spread the love