আরিফ হাসান, ঠাকুরগাঁও :প্রথমবারের মতো যাত্রা শুরু করল “ঠাকুরগাঁও ডিবেট সোসাইটি “। সুপ্ত মেধা কে বিকশিত করার লক্ষে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে এই প্রথম শুরু হল ”ডিবেট বাংলাদেশ ” Best Speaker Contest /2015
স্থানীয় একটি হলরুমে ক্লাবের সেক্রেটারি শাহ্জামাল হকের পরিচালনায়, ঠাকুরগাঁও ডিবেট সোসাইটির প্রধান উপদেষ্টা রাজিউর রহমান রাজু, র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ”ডিবেট বাংলাদেশ ” এর কেন্দ্রীয় সহসভাপতি মু. অারেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও রংপুর অঞ্চলের তত্বাবধায়ক মু. অালমগীর হোসেন। অনুষ্ঠানে শহর ও সদরের বিভিন্ন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর প্রতি বিভাগে একজন করে চ্যাম্পিয়ন নির্বাচন করে তাদের হাতে ক্রেষ্ট ও অংশগ্রহণকারী সকলের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।