মোঃ তোফায়েল ইসলাম ,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও প্রায় দুইশ কোটি টাকা ব্যয়ে নির্মিত বর্ডার গার্ড হাসপাতালটি। বতর্মান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার. আগমন অপেক্ষার পহর গুনছে জানা গেছে, হাসপাতালটি অত্যাধুনিক যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধা সম্বলিত পূর্ণাঙ্গভাবে চালু হলে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামরীসহ আশপাশের কয়েকটি জেলার রোগীরা স্বল্পমূল্যে চিকিৎসা সেবা পাবেন । বর্ডার গার্ড হাসপাতাল সূত্র জানান, হাসপাতালটিতে চিকিৎসা সেবা সমুহের মধ্যে থাকছে, মেডিসিন, নিউরো মেডিসিন, চর্ম ও যৌন, গ্যাস্ট্রো এন্ট্রোলজি, ডায়াবেটিকস, বক্ষব্যাধি, শিশু রোগ, গাইনি অ্যান্ড অবস, চক্ষু, নাক, কান ও গলা, ডেন্টাল, জেনারেল সার্জারি, ল্যাপারোস্কপিক সার্জারি, অর্থোপেডিক্স ও নেফ্রোলজি বিভাগসমূহে চিকিৎসকরা নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করবেন। তবে এই হাসপাতাল থেকে শতকরা ৪০ ভাগ বাইরের মানুষ সেবা নিতে পারবেন। স্বল্প সময়ের মধ্যে জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস, ফিজিওথেরাপিসহ অন্য সব বিভাগ চালু হবে বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, সরকার স্বাস্থ্যসেবা জনগণের হাতের নাগালে পৌঁছে দিতে বদ্ধপরিকর। সে লক্ষ্যেই আমাদের ঠাকুরগাঁওয়ে বিজিবি হাসপাতাল নির্মান করা হয়েছে তিনি আরো জানান অতি শিগগিরই প্রধানমন্ত্রী অথবা স্বাস্থ্যমন্ত্রী এই হাসপাতালের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক তুষার বিন ইউনুস জানান, প্রাথমিকভাবে হাসপাতালের কার্যক্রম চালু হয়েছে। কিছু দিনেই মধ্যে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটি চালু হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর আগমন অপেক্ষার পহর গুনছে ঠাকুরগাঁও বর্ডার গার্ড হাসপাতাল
Spread the love
Spread the love