সিলেট প্রতিনিধি : জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে দেশে ফেরার পথে আগামী ৩ অক্টোবর সিলেটে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। তবে ঠিক কখন তাঁকে বহনকারী বিমানটি সিলেটে এসে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়। সিলেটে এক ঘন্টার যাত্রাবিরতিকালে সিলেটের শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী। ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় এসময় প্রধানমন্ত্রীকে ছোট পরিসরে সংবর্ধনা দেয়ার চিন্তা রয়েছে সিলেট আওয়ামী লীগ নেতাদের। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরার পথে সিলেটে এক ঘন্টা যাত্রাবিরতি করবেন। এখানে সিলেট আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী।’
প্রসঙ্গত, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১১টার দিকে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী সিলেট আসছেন শনিবার
Spread the love
Spread the love