স্টাফ রিপোর্টার : নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আত্মসমর্পণের মেয়াদ বাড়িয়েছেন আদালত। আগামী ২ নভেম্বর এ তিন মামলায় নিম্ন আদালতে তাকে আত্মসমর্পণ করতে হবে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার এ আদেশ দেন।ফখরুলের করা আট সপ্তাহের সময় বাড়ানোর আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল খন্দকার দিলারুজ্জামান। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন এ্যাডভোকেট সগির হোসেন লিয়ন। এর আগে ১৩ জুলাই আপিল বিভাগ ফখরুলের অসুস্থতার কারণ বিবেচনায় নিয়ে এ মামলাগুলোতে ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেন। এরপর এ মামলাগুলোতে আত্মসমর্পণের জন্য ৬ সপ্তাহ সময় বাড়িয়ে দেন আপিল বিভাগ। দ্বিতীয় বারের মতো আবারও সময় বাড়ালেন আদালত সে সময় তিনি উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর যান। পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে যান। পরে মির্জা ফখরুলের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১ আগস্টআত্মসমর্পণের মেয়াদ আরও ৬ সপ্তাহ বৃদ্ধি করেন আপিল বিভাগ। সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় পৌনে দুই মাস উন্নত চিকিৎসা শেষে ২১ সেপ্টেম্বর দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুলের জামিনের মেয়াদ ২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি
Spread the love
Spread the love