মৌলভীবাজার প্রতিনিধি : রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সী’র উদ্যোগে মৌলভীবাজার রাজনগরে ফ্রী ডেন্টাল ক্যাম্প অনুষ্টিত হয়েছে। রাজনগরের বিমলাচরন উচ্চ বিদ্যালয়ের সহস্্রাধিক শিক্ষাথীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ, ব্রাশ ও পেষ্ট প্রদান করা হয়।
ফ্রী ডেন্টাল ক্যাম্প উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের হল রুমে আনুষ্ঠানিক উদ্বোধন ও সভার আয়োজন করা হয়। রোটারীয়ান মো. আব্দুল মতিন এম.পি.এইচ.এফ এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন ডি.জি.এন শহিদ আহমদ চৌধুরী পি.্এইচ.এফ। বিমলাচরন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওদুদ এর পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন রোটারীয়ান এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, রোটারিয়ার ডাক্তার মোসাদ্দেক হোসেন, ডাক্তার এম এ শাহেদ, রোটারিয়ান ইঞ্জিনিয়ার হাসিব আহমেদ, বিদ্যালয় কমিটির সভাপতি হাজী শাহ সাদেক আলী, রোটারিয়ান দিলাল আহমেদ, রোটারয়িান ওমর ফারুক, রোটারিয়ান সাইফুজ্জামান চৌধুরী, রোটারিয়ান এনামুল হক, রোটারিয়ান তানবির আহমেদ, রোটারিয়ান সামসুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাতির মিয়া, শেখ আব্দুল হান্নান, আবুল কালাম আজাদ। ফ্রী ডেন্টাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন রোটারিয়ান ডাক্তার মোসাদ্দেক হোসেন, ডাক্তার এম.এ শাহেদ, ডাক্তার ফারিজা সাবরিন, ডাক্তার জি.এম সাদিক রেজা, ডাক্তার রুবেল আহমেদ। ফ্রী ডেন্টাল ক্যাম্প অনুষ্টানে অত্র বিদ্যালয়ের প্রায় এক হাজার ছাত্রছাত্রীর মধ্যে ফ্রী চিকিৎসা, ঔষধ, ব্রাশ ও পেষ্ট বিতরণ করা হয়। ডেন্টাল ক্যাম্প অনুষ্টানে বক্তারা বলেন, রোটারী একটি আন্তার্জাতিক সেবামূলক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বিশ্বমানবতার কল্যানে কাজ করা হচ্ছে। বাংলাদেশ একটি গরিব দেশ হওয়ায় এখানে ব্যাপকভাবে সেবামূলক কাজ করার সুযোগ রয়েছে। বিভিন্নভাবে সেবামূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহনের মাধ্যমে রোটারিয়ানরা সময়ে-সময়ে দেশে-বিদেশে বিশেষ ভূমিকা পালন করছেন। মানুষের মৌলিক চাহিদার অন্যতম শিক্ষা ও স্বাস্থ বিষয়ের উপর গুরুত্ব দিয়ে চলমান সময়ে রোটারিয়ানরা সর্বত্র অবদান রেখে যাচ্ছেন।
ফ্রী ডেন্টাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
Spread the love
Spread the love