বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার অন্তাহার গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া আহত দুই, থানায় অভিযোগ।
জানাগেছে, নুনগোলা ইউনিয়নের অন্তাহার গ্রামে সোলায়মান আলীর পুত্র হাফিজার রহমানের জমিতে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের আনোওয়ার হোসেনের সাথে ঝগড়ার এক পর্যায়ে আনোওয়ারের লোক জন হাফিজারকে মারপিট করে আহত করলে তার স্ত্রী মফেলা বেগম বাদি হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ পরিপ্রেক্ষিতে হাফিজারের লোক জন বৃহস্পতিবার সকালে আব্দুল আলীম মেম্বার লাঞ্চিত করে। এ ঘটনা মেম্বারের লোকজন জানতে পেরে হাফিজারের পিতা সোলায়মান আলীকে ধাওয়া করে লুৎফর রহমানকে মারপিট করে । সদর থানার এস আই জুলহাজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন মহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে।
বগুড়ার অন্তাহার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া আহত দুই, থানায় অভিযোগ
Spread the love
Spread the love