Spread the love
বগুড়া প্রতিনিধিঃ গত মঙ্গলবার রাতে কাহালু থানা পুলিশ বগুড়ার অর্থঋণ আদালতের মামলার সাজাপ্রাপ্ত কাহালুর ৭ জন মহিলাকে উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর গ্রাম হতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন উল্লেখিত গ্রামের আব্দুর রহিমের স্ত্রী সায়বানী (৪৫), আব্দুল হারেছ এর স্ত্রী তারাবানু (৪৮), জাহিদুলের স্ত্রী রুবিয়া (৪৫), হবিবরের স্ত্রী রাহেলা (৫০), নজির উদ্দিনের স্ত্রী মাহমুদা (৪৭), আসাদুরের স্ত্রী মরিয়ম (৪৯) ও সাহেব আলীর স্ত্রী পিয়ারা (৫২)। এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) সমিত কুমার কুন্ডু এর সাথে কথা বলা হলে তিনি জানান, ২০১৩ সালে তাদের বিরুদ্ধে বগুড়ার অর্থঋণ আদালতে দায়েরকৃত মামলায় আদালত তাদের প্রত্যেকের ১ মাস করে কারাদন্ডাদেশ দেন।
Spread the love