Spread the love
কারিমুল হাসান লিখন, ধুনট বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় অজ্ঞাত এক পুরুষ ব্যাক্তির লাশ (৬০)উদ্ধার হয়েছে। গত ১৩ নভেম্বার ২০১৫ ইং শুক্রবার রাত ১০টায় বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী বিলে এ লাশ পাওয়া যায়। লাশটির চেহারা শ্যামা বর্নের, মুখের থুতনিতে পাকা দাড়ি, মাথার চুল পাকা। লাশটির গায়ে সাদা ধুসর পাঞ্জাবী ছিলো। পুলিশি ভাষ্যমতে প্রাথমিক তদন্তে জানাযায়, কে বা কাহারা তাকে হত্যা করে লাশ গোপন করার চেষ্টা করেছিলো। লাশের কোন পরিচয় না পাওয়ায়, ১৪ নভেম্বার ২০১৫ শনিবার লাশটির প্রাথমিক পরীক্ষা ও ফিঙ্গার ছাপ নিয়ে ময়না তদন্তের জন্য লাশটি, শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Spread the love