কারিমুল হাসান লিখন , ধুনট বগুড়া : ধুনট উপজেলা কাদাই গ্রামে আপন ভাবিকে ছুরিকাঘাতে খুন করেছে দেবর। স্থানীয় সুত্রে জানাযায়, পারিবারিক বিরোধের জের ধরেই এ খুনের ঘটনা ঘটে। গত ২ বছর ধরে পারিবারিক কিছু বিষয় নিয়ে ২ ভাই চাঁন মিয়া ও বাটুল মিয়ার বিরোধ চলছিলো। ঐ বিরোধের জের ধরে গত ২৭/০৯/২০১৫ ইং রবিবার চাঁন মিয়ার স্ত্রী কুলসুম বেগম ও বাটুল মিয়ার স্ত্রী ইনিজেরা খাতুনের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে চাঁন মিয়ার ভাই অর্থাৎ ইনজেরা খাতুনের স্বামী বাটুল মিয়া তার ভাবি কুলসুম খাতুনের পেটে ছুরিকাঘাত করে। পরেক্ষনেই স্থানীয় সহায়তায় তাকে গুরুতর অবস্থায় ধুনট উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯/০৯/২০১৫ ইং মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পরথেকে বাটুল মিয়া ও তার স্ত্রী পালাতকজ রয়েছে। ধুনট থানা অফিসার ইনর্চাজ জনাব মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ঐ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বগুড়ার ধুনটে আপন ভাবিকে খুন করলো দেবর
Spread the love
Spread the love