কারিমুল হাসান লিখন ,ধুনট প্রতিনিধি : বগুড়ার ধুনটে ২দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে এ মেলা শুরু হয়। বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নিরাপদ ইন্টারনেট ব্যবহার দেশকে এগিয়ে নিয়ে যাবে। এলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নিরাপদ ইন্টারনেট ব্যবহারে জোর দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনায় ডিজিটাল বাংলাদেশ ইতিমধ্যেই আলোর মুখ দেখেছে। ইন্টারনেট ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মধ্যদিয়ে মানুষ আজ সমৃদ্ধি লাভ করেছে। ‘উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতেই’ -এ প্রতিপাদ্য নিয়ে এবারের মেলায় ২৯টি স্টলে দর্শনার্থীদের জন্য ইন্টারনেট সেবার বিভিন্ন তথ্য তুলে ধরা হচ্ছে। উপজেলা নির্বাহি কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, পৌর মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, সাংবাদিক এনামুল বারী বাদশা ও চিকাশী ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা শেফালী খাতুন।
বগুড়ার ধুনটে ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন
Spread the love
Spread the love