Spread the love
কারিমুল হাসান লিখন,ধুনট বগুড়া : বগুড়ার ধুনট উপজেলার রাঙ্গামাটি ঘাটে মুন্নি আক্তার (১০) নামের এক নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ৩০/০৯/২০১৫ ইং বুধবার দুপুরে এ মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সুত্রে জানাযায়, শিশু মৃন্নি আক্তারের বাড়ী চট্রগ্রামের হলিশহর এলাকায়। মুন্নি আকতার ঈদ উপলক্ষে তার মা লতা আকতারের সাথে রাঙ্গামাটি তার নানা আজাহার আলীর বাড়ী বেড়াতে আসে। গত ২৯/০৯/২০১৫ ইং মঙ্গলবার বিকেলে অন্যান্য শিশুদের সাথে নদীর ঘাটে খেলতে যায়। তার পর থেকে আর সন্ধান পাওয়া যায়নি মুন্নি আক্তারের। অবশেষে ৩০/০৯/২০১৫ ইং বুধবার দুপুরে বাঙ্গালী নদীর রাঙ্গামটি ঘাটে নিখোঁজ শিশু মুন্নি আক্তারের মৃতদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় নিখোঁজ মুন্নি আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়।
Spread the love