কারিমুল হাসান লিখন , ধুনট বগুড়া : বগুড়ারর ধুনট উপজেলা মরহুম গোলাম আহম্মেদ স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০১৫ ইং বুধবার বিকেলে উপজেলা খেলার মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩-২ গোলে মাঠপাড়া মোহনবাগান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ইসলামপুর ঈশ্বরঘাট দাদাভাই ফুটবল একাদশ বিজয়ী হয়েছে। এ চুরান্ত প্রতিযোগিতা মুলক ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার মাননীয় সংসদ, বীর মুক্তিযোদ্ধা জনাব- আলহাজ্ব হাবিবুর রহমান এম.পি। তিনি বলেন, বিএনপি জামাত জোট আমলে খেলাধুলা ও ক্রিয়াঙ্গনে যে ধস নামিয়ে ছিলো তা আমাদের আওয়ামী লীগ সরকার ফিরিয়ে আনতে সচেষ্ট হয়েছে। আমাদের সরকার ক্রিয়া ও সংস্কুতির ব্যাপক প্রসার ঘটিয়েছে। প্রাইমারী থেকে শুরু করে স্কুল,কলেজ ও সাধারন যুবকদের মাঝে ক্রিয়া চেতনা বৃদ্ধির জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও যাবে। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব- টি আই এম নুরুন্নবি তারিক, সাধারণ সম্পাদক জনাব-আব্দুল হাই খোকন, পৌর মেয়র জনাব- এ জি এম বাদশা, উপজেলা যুবলীগের সম্মানিত সভাপতি ভিপি মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব- ইকবাল হোসেন রিপন, ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হৃদয় হোসেন, ডাইম গ্রুপের সম্মানিত পরিচালক জনাব- রফিকুল ইসলাম, ধুনট থানা অফিসার ইনর্চাজ জনাব মিজানুর রহমানসহ আরও অনেকে। খেলা শেষে দু দলের খেলোয়ারদের মাঝে উপস্থিত অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন। সব শেষে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতি বগুড়া জেলা যুবলীগের সদস্য জনাব শ্যামল তালুকদারের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বগুড়ার ধুনটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Spread the love
Spread the love