বগুড়া প্রতিনিধি : নাশকতার মামলায় বগুড়ার ধুনট উপজেলায় আব্দুর রশিদ (৪৫) নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আব্দুর রশিদ ধুনট উপজেলার ফড়িংহাটা গ্রামের ছকুমুদ্দিনের ছেলে। তিনি চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ২০১৩ সালের ২৯ অক্টোবর হরতাল অবরোধ চলাকালে জামায়াত-বিএনপির বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ধুনটে নাশকতা সৃষ্টি করে। এ ঘটনায় আব্দুল মজিদ নামে আওয়ামী লীগের এক কর্মী বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। এ মামলার এজহারভুক্ত আসামি আব্দুর রশিদ। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানান ওসি।
বগুড়ার ধুনটে বিএনপি নেতা গ্রেফতার
Spread the love
Spread the love