কারিমুল হাসান লিখন ,ধুনট বগুড়া : বগুড়ার ধুনট উপজেলার হাঁসখালী গ্রামের শতভাগ হিন্দু সম্প্রদয়ের ব্যাপক উৎসাহ উদ্দিপনায় শেষ হলো ৪ দিন ব্যাপি বৃহৎ পুজো উৎসব ও গ্রাম্য মেঠ মেলা। ২৩ অক্টোবর ২০১৫ শুক্রবার সন্ধ্যায় অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠায় প্রতিমা বিসজনের মধ্য দিয়ে শেষ হয়। এ বছর উপজেলার হাঁসখালী গ্রামে মোট ৪টি পুজো মন্ডপ প্রতিষ্ঠা হয়েছিলো। শ্রী ময়না চন্দ্র রাজভরের তত্বাবধানে বারোয়ারী দূর্গা মন্দির, শ্রী বিপুল চন্দ্র মন্ডলের তত্বাবধানে ঘোষ পাড়া রবীন্দ্রনাথ ঘোষের দূর্গা মন্দির, শ্রী বিòপদ ঘোষের তত্বাবধানে বারোয়ারী দূর্গা মন্দির ও শ্রী নারায়ন চন্দ্র রাজভরের তত্বাবধানে শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দির। পত্যেক মন্দিরের সভাপতি বলেন, ব্যাপক উৎসাহ উদ্দিপনায় সুষ্ট পরিবেশে এবারের পুজো ও মেলা উজ্জাপিত হলো। গ্রামীন মেঠ পথে মানুষেরে কোলাহলে মুখরিত মেলার যেমন কেনা কাটায় নারী পুরুষের উপচে পড়া ভীড়, তেমনি দুর দুরন্ত থেকে আগত দশনার্থীর ছিলো প্রতিমা বিসজনের শুভ মুহুর্তে। সব মিলিয়ে ধুপের সুরভী মিশানো বাতাশ ও নাড়ু সন্দেশের মিষ্টি গন্ধে মৌ মৌ আমেজে সফলভাবে শেষ হয়েছে উপজেলার ঐতিহ্যবাহী হাঁসখালী গ্রামের যুগ যুগ ধরে চলে আসা শারদীয় দূর্গা উৎসব।
বগুড়ার ধুনটে হাঁসখালীতে ব্যাপক উৎসাহর মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গাৎসব
Spread the love
Spread the love