কারিমুল হাসান লিখন ,ধুনট বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় ব্যাপক উৎসাহ ও আনন্দের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন। ২৯ অক্টোবর ২০১৫ বৃহস্পতিবার উপজেলার প্রাণকেন্দ্র ধুনট এন,ইউ পাইলট ইচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি জনাব ভি পি শেখ মতিউর রহমান। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার মাননীয় সংসদ, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব হাবিবুর রহমান। সম্মেলন প্রচার পত্রে প্রধান অতিথি গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের প্রেসিডিয়াম সদস্য, মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মাদ নাসিম এর উপস্থিত থাকার কথা থাকলেও কোন কারনে তিনি আসতে না পারায়, সম্মেলন আয়োজক মন্ডলীর মতামতের ভিত্তিতে সম্মেলনের প্রধান অতিথির আসন গ্রহন করে, আওয়ামী যুবলীগের দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব মমতাজ উদ্দিন। তিনি বলেন, আওয়ামী যুবলীগ মুলদলের একটি অবিচ্ছেদ্য অংশ। দেশের স্বার্থে, জনগনের জন্য, দলের কাঠামো মজবুত করে সামনের দিকে এগিয়ে যাওয়াই হোক আমাদের দৃঢ় প্রত্যয়। পাশাপাশি সৎ ও নিষ্ঠার সহিত কাজ করে যাবার কথারও বলেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মজিবুর রহমান (মজনু), বগুড়া জেলা যুবলীগের সাধারন সম্পাদক জনাব সাগর কুমার রায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠিনিক সম্পাদক জনাব আলহাজ্ব আবু আহম্মেদ নাসীম পাভেল, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জনাব মুঞ্জুরুল আলম মোহন, ধুনট উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জনাব বনি আমিন মিন্টু, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব টি আ এম নুরুন্নবী তারিক, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহঃসভাপতি ও প্রকৌশলী জনাব আসিফ ইকবাল সনি, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব আব্দুল হাই খোকন, ধুনট পৌর মেয়র জনাব এ জি এম বাদশা।
বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত
Spread the love
Spread the love