সাইদুর রহমান সাজু মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ রবিবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান প্রেস ক্লাবের আগামী ২ বছরের জন্য কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সাংবাদিক আব্দুল বাছেদের সভাপতিত্বে ও ওবায়দুর রহমানের পরিচালনায় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় স্থায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে সাইদুর রহমান সাজু (দৈনিক সাতমাথা) ১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী সোহেল রানা (দৈনিক দুরন্ত সংবাদ) পায় ৪ ভোট। সাধারণ সম্পাদক পদে সৈয়দ আব্দুর রহিম সাজু ( দৈনিক সংগ্রাম ও সাপ্তাহিক সোনার বাংলা) ১১ টি ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকট তম প্রতিদ্বন্দী এস আই সুমন (আজ ও আগামীকাল) ভোট পায় ৩টি। কোষাধ্যক্ষ পদে আনিছুর রহমান মিটু ( দৈনিক কালের খবর) ৯টি ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী আজিজুল হক বিপুল ( দৈনিক মুক্ত সকাল) ভোট পায় ৫ টি। ক্লাবের অন্যান্য সদস্য হলো সিনিয়র সহ সভাপতি শমসের নুর খোকন ( দৈনিক উত্তর কোণ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান (দৈনিক সকলের খবর), দপ্তর সম্পাদক আব্দুল বারী (দৈনিক বাংলা বুলেটিন), ধর্মীয় সম্পাদক মো. ফজলুল হক ( দৈনিক উত্তরের খবর), সাহিত্য ও সা ংস্কৃতিক সম্পাদক শাকিউল ইসলাম শাকিল (দৈনিক ভিশন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছানাউল হক ছানা (চ্যানেল ২১), নির্বাহি সদস্য ১. আব্দুল বাছেদ (দৈনিক চাদনী বাজার), ২. মো. সোহেল রানা (দৈনিক দুরন্ত সংবাদ) ৩. আমিনুল ইসলাম (দৈনিক মহাস্থান)। প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা করেন অত্র প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলমগীর হোসেন লালু আব্দুর রাজ্জাক, হাম্মাদ আলী, আবু রায়হান, আব্দুল মালেক, সাংবাদিক এস আই শফিক, সাংবাদিক আকাশ, নুরনবী, আশরাফুল ইসলাম, গোলাম রব্বানী শিপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নির্বাচন শেষে নির্বাচিত নেতৃবৃন্দ অত্র প্রেসক্লাবের কার্যক্রমকে গতিশীল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
বগুড়ার মহাস্থান প্রেস ক্লাবের নির্বাচন সম্পূর্ণ
Spread the love
Spread the love