মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : সারাদেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে জে.এস.সি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ প্রথম দিনের বাংলা (১ম পত্র) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্ত্ াআমিনুর রহমান। পরিদর্শনকালে তিনি বলেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের মতো শিবগঞ্জের সকল কেন্দ্রের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এব্যাপারে কেন্দ্র সচিব আতাউর রহমান মন্ডল জানান, এ বারে ১৪টি বিদ্যালয়ের ৯৩৩ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা অন্ষ্ঠুানের লক্ষ্যে কেন্দ্রে এবং কেন্দ্রের বাহিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিউটি বেগম, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারাহ্ দিবা চৌধুরী, শিবগঞ্জ থানা ইন্সপেক্টর (তদন্ত) কামরুজ্জামান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বুলবুল ইসলাম প্রমুখ।
বগুড়ার শিবগঞ্জ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে জে.এস.সি পরীক্ষা শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত
Spread the love
Spread the love